1. admin@notunsangbad.com : admin :
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৩, ০১:৩৪ অপরাহ্ন

মিডিয়ার নতুন প্রতারক সাইদ অনিন।।কাফরুল থানায় জিডি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৮২ বার পঠিত

 

বিশেষ প্রতিবেদক :

মিডিয়ার নতুন প্রতারক সাইদ অনিন|মিডিয়া বাণিজ্যের আড়ালে নানা অপকর্মে লিপ্ত অনিন। পুরো নাম সাইদ সামিউল হক অনিন। নিজেকে পরিচয় দেন বিরাট মডেল হিসেবে। তিনি তার ফেসবুক পেজে পরিচয় দিয়েছেন মিস্টার এন্ড মিস ইন্টারনেশনাল গ্লামার আইকন উইনার হিসেবে। এতোসব পরিচয় বহন করার মুল উদ্দেশ্য হলো মেয়ে পটানো। মহাখালী ডিওএইচএস রাওয়া ক্লাবের পিছনে গ্রিনরোড গলীর আব্বাস গার্ডেন দ্বীতিৃয় তলা কথিত অফিসে নানা বয়সী মেয়েদের ডেকে নিয়ে চলে তার নানা অপকর্ম।বাসায় দারোয়ান খোকন জানায় গ্রামের সহজ সরল মেয়েদের পটিয়ে এনে মিডিয়ায় কাজ দেবার কথা বলে শারিরীক সম্পর্কে বাধ্য করা হয়। এনিয়ে অনেক ঝগড়া বিবাদ হয়েছে ।গতমাসে নোরা ফাতিহি বাংলাদেশের এসেছিল সেই সময় এই প্রতারক নকল টিকেট বিক্রির সময় ফাবিহা মৃত্তিকার কাছে হেনস্তা হন। মোহাম্মদপুরের বাসিন্দা নৃত্য শিল্পী নিক্কি আহম্মেদ জানান গত 18 ডিসেম্বর বড় অনুষ্ঠানে সুযোগ দেবার কথা বলে তার কথিত অফিসে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন এই মহাপ্রতারক। নিক্কি এই প্রতিবেদকে জানান, তার অফিস দেখে মনে হয়েছে মুলত এখানে মেয়েদেরকে এনে হেনস্তা করা হয়। নিক্কি এবং অনিনের সাথে বিভিন্ন কথোপকথনের প্রমান আমাদের হাতে পেয়েছি। কাফরুল থানায় জিডি করা হয়েছে । জিডি নাম্বার 1365
এ বিষয়ে জানতে সাইদ অনিনের মোবাইলে যোগাযোর টেস্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর..
© স্বত্ব সংরক্ষিত © 2022 Notun Sangbad © মিডিয়া বাংলাদেশের একটি সহযোগী প্রতিষ্ঠান।
Theme Customized By Theme Park BD